(( সকল কবিবন্ধুদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমায় তুমি বা তুই বললে বেশি খুশি হব। আমি আপনাদের থেকে অনেক ছোট .....তাই কাছের মানুষদের কাছে আপনি কথাটা কেমন যেন লাগে। আমি এর আগে ও বলেছিলাম। )))
ও মেয়ে নাম কি রে তোর? থাকিস কোথা ?
দস্যি মেয়ে ডাকে আমায়,থাকি মন চায় যথা তথা ।
ও মেয়ে তোর বয়স কত?
কে জানে বাপু বাপ-মা থাকলে বলত।
না জানি কোন দেশে আছে আমায় ছাড়া মনে ভীষণ ব্যথা।
ও মেয়ে তুমি প্রেম কর? নাকি বিয়ে করবে?
ও সব থেকে চাই মাফ বিয়ে করলে পণ চাইবে-
বিনিময়ে সামান্য পাওয়া
না দিলে তাড়িয়ে দেওয়া
প্রেম খোঁজে বুকের ভাঁজে মন চায় না ওসব বাজে মা বলত দূরে থাকবে।
ও মেয়ে তুমি দেখতে কেমন? তুমি কি চাও তবে?
তোমার ভাবনা যেমন। দু-বেলা দু-মুঠো অন্ন হবে।
আমি তাতেই খুশি
দামি কিছু চাই না বেশি।
প্রায় সব পুরুষই শরীর খোঁজে, তুমি ও কী তেমন হবে..........?
বৃষ্টি মন্ডল
( বনি )