হে পর্বত প্রমাণ পাহাড়,
তোমার চূড়া থেকে
কেমনে করেছ সৃষ্টি নদীর?
এটাই কী লিখা ছিল কপালে
তোমার বিধির।
ভালোই তো শিখিয়েছ নদীকে তুমি
এঁকে বেঁকে চলে নদী -
পাহাড় গগন চুমী।
চঞ্চল মনে কলকল রবে
উচ্ছল স্রোতে,
আনমনা মনেরই আনন্দে
নেচে যায় পথে পথে।
কতই না বাধা বিপত্তি
এসেছে এড়িয়ে
কত দিন কত রাত চলছে
মনের শত আশা নিয়ে।
এত কিছু জানে নদী
তবুও তার আশা,
মনের মাঝে গোপন রাখে
প্রাণের ভালোবাসা।
জানি না কত ভালোবাস মোহনা?
বুঝতে নারি সাগরের কান্না।
কত যে আপন তোমার নদী
তোমার কাছে যাওয়ায়
তার গতি।
এতই ভালোবাস তুমি
তোমার নদী,
তুমিই যে হলে তার
পরম প্রজাপতি।।
বৃষ্টি মন্ডল
(বনি)