আমি ও ডানা মেলে চাই উড়তে
           হতে চাই মুক্ত বিহঙ্গ।
যেতে চাই...............
সাত সমুদ্র আর তের নদী পেরোতে।
পক্ষীরাজের রাজা এসে ধরবে যে দুটি হাত
নিয়ে যাবে সেই অজানা অচেনা পথে।।       বেহাল মনের বেহাল সুরে দেবে তাল।
       আমি ও চাই ডানা মেলতে।
বালিয়াড়ির বুকে আশা যত মনে
শঙ্খ চিলের মত চেয়ে থাকে অপমানে-
        সেই সুদূর ঠিকানা খুঁজতে।
আমি ও যে চাই ডানা মেলে উড়তে
         হতে চাই মুক্ত বিহঙ্গ।

                             বৃষ্টি মন্ডল
                                    (বনি)