মৱুৱ মৱুচিকা তুমি-
আমি ক্লান্ত পথিক,
তোমাৱ ছলনাৱ পাত্র আমি-
মনে মোৱ তৃষ্ণা অধিক।
অনেক পথিক বলেছেন-
মৱিচিকাকে জল ভেবে
তাহাৱ পিছনে ছুটেছি কত;
কখনো বলেনি কেউ
আজও পেৱেছি কি তৃষ্ণা মেটাতে?
এখন বুঝেছি - ক্লান্ত পথিক আমি
মৱিচিকা তুমি......
অবুঝেৱ মত তোমাৱ পিছনে
শুধু ছুটেছি আমি ।।
বৃষ্টি মণ্ডল
(বনি)