আমি তো বেশ ছিলাম একা
কেন এলে তুমি আমর মনে জ্বালাতে -
প্রেমের সেই লেলিহান শিখা !
যাকে আমি আ-জীবন পেয়েছি ভয় ;
তাকে কেন আজ এত কাছে দিলে এনে -
আমি তো চাইনি সেই প্রদীপ-খানি জ্বালাতে
এখন কি করে নেভাব আমি -
সেই অগ্নী -শিখা -!
কেন তুমি কাছে টেনে নিলে আমায়
নিলে কেন এত আপন করে ;
আমি তো তা চাইনি তোমার কাছে
দুর থেকে কেন জানালে আহ্বান
কেন যে এলে তুমি আমার মনের মাঝে -
ঠাঁই নিতে ;
কেনই বা কেড়ে নিলে আমার মনকে যে
আমি বুঝিনা কিছুই;
তুমি বুঝতে ও দাও না আমায়
শুধু নিলে আমায় আপন করে
তাই তো জানিয়ে দিলে চুপটি করে।।
বৃষ্টি মণ্ডল