জানতে চাও আমি কে? তবে জিগ্যেস কর-
    খাঁচায় বন্দি ওই তোতা পাখিকে!
          আচ্ছা,জানতে চাও কি-
আমার চোখে জল কেন? তবে জিগ্যেস কর
       জলে ভেজা ওই পদ্ম ফুলকে !!
জানতে চাও আমি কি করি, তবে শোন বলি-
       আমি এক কলমের লেখা পড়া
              আর দুই কলমের কালি
       তাই দিয়ে লিখে যাই
                 নামটি তোমার মোনালী।
মিষ্টি তোমার হাসি, মিষ্টি তোমার কথা
       মিষ্টি তোমার ওই চাওনিতে
            ভুলে যাই সব ব্যথা ।
তাই শুকনো পাতা ঝরিয়ে বসন্তের শেষে
        যেমন বৃক্ষ সাজে নতুন সাজে ,
তেমনি তোমার মত বন্ধু পেয়ে
              ধন্য  হলাম   আমি  যে ।
আজ তোমাকে দেবার মত
             নেই  কোন  উপহার
আছে শুধু তোমায় ভালবাসার  অধিকার।
তাই নিও বন্ধু তুমি রাগ কোর না সোনা
বড় ভলবাসি আমি ভালবাসি যে তোমায়,
তাই তোমায় একদিন ও দেখতে ভুলি না।।
        

                               বৃষ্টি মণ্ডল