ও আধ-ফালি চাঁদ তুমি জোছনা ছড়াও
আমার হৃদয়ে ব্যথার আলো জ্বালাও ,
স্বপ্ন গভীর নিঝুম রাত্রি
টুকরো স্মৃতিগুলো একা যাত্রী।
স্বপ্নের তরী আজ ভাঙা আয়না
দুচোখে শ্রাবণ ঝড়ে কেন যে থামে না।
শঙ্খ-চিলের মত স্বপ্ন দেখে....
আজ তুমি পাশা খেলেছ অন্যদিকে।
তীরে এসে তরী কেন ডুবে গেল...হায়-
আমারইতো ভুল ছিল তোমাকে ভালোবাসায়
নিজের রঙে রাঙাতে গিয়ে পাইনি তো কিছুই
পাঁজর ভেঙে হল আজ চুর-চুর শুধুই।
এমনের আসনে বসাব না আর কখনও যদি তুমি কর আবার ছলনা...
যত দূরে যাও তুমি আমার স্মৃতিগুলো কখনও ভুলতে পারবে না।