ময়ূর তুমি আমাদের জাতীয় পাখি ।
মাথায় শিখা থাকায় নামটি তোমার শিখি।।
কালো মেঘের বুকে তুমি নাচতে ভালবাস
আচ্ছা, আমার নাচ দেখলে কেন হাস?
ময়ূর তুমি কি বলতে পার?
কী করে হয়েছ এত সুন্দরী?
তোমার মত আমি কি তা হতে পারি??
বৃষ্টি মন্ডল
( বনি)