আকাশেৱ কান্না সবাই তো বোঝে না, তাই
          বৃষ্টি হয়ে মাটিতেপড়ে যে ঝড়ে।
জীবনের হাহাকার কেউ তো শোনে না
         চোখের নোনা জল ঝড়ে অঝড়ে।।
হায় রে - এ মন আমার
              কাকে যে বোঝাই,
কি করে যে বাঁচবো আমি  
           পাই না যে কোন বাঁচার উপাই।
শুধু যন্ত্রনা বুকে নিয়ে
            চলে যাব বহু দূৱে
পাবে না কেউ খুঁজে আমায়
             যাব যেদিন ভবপাৱে ।
হায় ৱে বিধাতা কি লেখা লিখিয়েছ-
              আমাৱ এ কপালে,
স্নেহ ভালবাসা- পেলাম নাকো
               কোনদিন মায়েৱ আঁচলে ।।


                            বৃষ্টি মণ্ডল