বৃষ্টি রাশির মেয়ে তুমি বেহায়া একুশি চালে
চৈত্রের শেষে দূরন্তপনা বর্ষা প্রারম্ভিক কালে।
তোমার ইচ্ছেগুলো তখন বেড়াক উড়ে পাখনা দুটি মেলে
দিনগুলি তোমার যাক কেটে এমনি হেসে খেলে।
সাদা কালো ফ্রেমেই রঙিন আলোর ঠিকুজী
গোত্রখানি দিয়েই করব তোমার রাশির নিকুচি।
স্মৃতির সুধায় বরিষন মেদুর মৈথুনে
ভরা থাক মেঘমল্লার কোণে ।।