ম্যাপেলের ছড়ানো পৃষ্ঠা- কবিতা কোথায়? _ সব উড়ন্ত ছাই।
রাত ঘুমেতে শুধু শরীর নয়- আমার আস্ত একটা মেঘবালিকা চাই।
আয়েত্রি পাড়ে প্রতিদিন অন্ধকালো চশমার ফ্রেমে শেষ গানের সাথে পলাতক--
মেঘবালিকা কই? তোকে খুঁজি আর সব বিশ্বাস- ঘাতক।
মেঘবালিকা- বল না, তুই কি আমার কাঠঠোকরা রোদ হবি?
তোরেই সাথে খুনসুটি সকাল সাঁঝে আঁকবো ছবি।
বৃষ্টি যদি মিশে যায় শিশিরে শিশির ঝরে আরবার
মেঘবালিকা তোরই কাছে ঘুরে ফিরে আসব আবার।
মেঘবালিকা বড্ড ভালবাসিরে তোকে- যতটা আকাশের পরিধি--
করিস না হাসাহাসি, না হয় নাই বা পেলাম তোরে, রেখে যাব করে প্রেমের সমাধি।।