আকাশ ছেলেটার ঘুম আসেনি চোখ টলটল জল
বৃষ্টি মেয়েটি সোহাগ জানে না তাড়িয়ে দিয়েছে কাল।
বৃষ্টি যখন মেঘ শুন্য অন্তরালে
আকাশ তখন বৃষ্টি প্রেমের মখডালে।
বলছে আকাশ- তুমি আমার প্রাণ সজনী তুমি আমার প্রিয়তমা-
তুমিই আমার দিন-রজনী মেঘ বলাকার সুরমা।
মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না
আকাশ ছাড়াও তেমন তুমি অসম্পূর্ণা....।
একা তুমি বড্ড একা হাওয়ার দিকে চেয়ে
ওই যে আসে অশ্রু-বারি তোমার দিকে ধেয়ে ।
এবার ইচ্ছে মত ভিজিয়ে দিও আমার নিহন্তাকে
ভেসে যাওয়া মেঘের মিনারে ধূয়ে দিও আমার সত্ত্বাকে।
মন খারাপের সঙ্গী হব আকাশের ঠিকানায় লিখ চিঠি
গন্ডি থেকে বেড়িয়ে একটু খোলা আকাশকে দেখ লক্ষীটি।
ভাল লাগবে কথা দিলাম- ওগো বৃষ্টি এসো একটিবার
আজ মেঘ বলেছে উড়বো সঙ্গী হবে তোমাকে দেখবার।