মেঘের পানে চেয়ে চেয়ে
যাচ্ছে হেথা সময় বেয়ে
হঠাৎ দেখি মেঘের মাঝে
আছি দাঁড়িয়ে সকাল সাঁঝে।
শকুনী মামা যাচ্ছে সেথায়
হেথায় আবার দিচ্ছে হানা,
আমিও তখন মেঘের ভেলায়
তার পিছু মেলেছি ডানা ।
এমনই সময় ডাকিল মোরে...
কে বা ডাকে নাম ধরে?
তবে কি অনামিকা -
না না এ যে মেঘবালিকা।
বন্ধুর পানে চেয়ে আছে বসিয়া
আসিবে কাছে তার বধুয়া।
মনে তার ভীষণ ব্যথা
আমি তারে সুধাইতে যেথা
আমারে কহে কোথা যাও চলিয়া
তুমি মোর বন্ধুরে দেবে আনিয়া।
আছি বসি তারই লাগি পথ চাহিয়া
আমি যে তারই মেঘবালিকা।।
বৃষ্টি মন্ডল
(বনি)