মা: (মনে মনে) - দূরত্ব বাড়ছে মনের; তা বাড়ুক।
ওরকম একটু আধটু হয়। মায়ের মন তো কু-
টাই আগে গায়। - ফোনে একবার কথা
বললেই তো সব ঠিক হয়ে যাবে।
(ফোন করে)....
মা: হ্যালো বাবু........!
বাবু: আজ সময় কম মা, - ব্যস্ত ভীষণ কাজে।
একটু বোঝ, নতুন কাজ, নতুন জয়নিং,
কাজটা ভাল করে করতে হবে। - রাখছি এখন
পরে কথা হবে......।
মা: (ফোন কাটার শব্দ, চোখ ছল ছল) - আমি ই
তো চেয়ে ছিলাম- ছেলের একটা ভাল চাকরি।
তবে আজ কেনো মন বলছে.... ছেলে আমার
দূরে চলে যাচ্ছে......?