মায়েৱ হাতেৱ প্রদীপ অামি
জ্বলতে আমায় দাও।
না জ্বলিলে অন্ধ ৱব
ঠাঁই পাব না কো কোথাও।।
স্বপ্ন মায়েৱ বুকে কৱে
লড়বো আমি তাই।
আমি যে আৱ বাল্যকালেৱ
ছোট্ট ছেলেটি নাই।।
তাপিত ব্যথায় কাঁদছে মা ওই
নাই যে তাৱ ঠাঁই।
পুত্র হয়ে কেমন কৱে
মাকে ৱক্ষার্থে না যাই।।
মা যে আছে ওই ছোট্ট কুড়ে ঘৱে
আমাৱ আশায় বসি।
ছেলে যে তাৱ অনেক বড় হবে
তাই ভেবে মন হল উদাসী।।
মা যে আমার বড্ড দুখী
নেই ঘরে তেমন চুলো চাল।
অবাধ্যতার বাধ্য ছেলে
মাকে নিয়ে থাকবো চিরকাল।।
মায়েৱ মুখে ফোটাবো হাসি
এই বাসনা মনে।
নই যে আমি ফেলনা ছেলে
মা সে কথা জানে।।
বৃষ্টি মণ্ডল
(বনি)