আজ আছি কাল নেই
দুদিনের পরিচয় তবু
মায়ার বাঁধন ছেড়ে
কেহ নাহি যেতে চাই।
কি জানি কিসের লাগি
পরে আছি এ সংসারে,
মায়াবী রাতে অভিসারে
যাই ধেয়ে সুখের লাগি ।
ওরে মন বাউল..পাগল এ দুটি আঁখি
চুপিসারে তাই সোনার হরিণ খুঁজি
মায়ার বাঁধন ছেড়ে যেতে নাহি পারি
বড়ই মোহ এই সংসার, পারি না দিতে কেউ ফাঁকি।
বৃষ্টি মন্ডল
(বনি)