বাংলা আমার মাতৃগর্ভে একশো এক চিতায়
মাতৃভাষা একটু ভুল হলে, কার বা কি আসে যায়।
সূর্যের ন্যায় দীপ্ত কুঠির অরাজকতার মায়াজালে
পুড়ছে চিতায় অগ্নি দগ্ধে রক্ত বন্যা কালে।
স্মৃতির অবগুন্ঠনে অক্ষত আজও মাতৃভাষা ।
বলতেই পারো বাংলা ভাষা গেঁয়ো চাষা ।।
              
         তবুও ----

মোদের গর্ব মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
যে ভাষাতে ছন্দ বুনি
নীল আকাশে শব্দ শুনি
সে আমার বাংলা ভাষা।
নিজের ভাষা বড়ই খাসা
হোক না যতই কোণঠাসা
চেতনায় রবে নিরবে নিভৃতে যতনে
কবি-লেখকের ভাবনার মননে।।