রঙ্গিলা মাঝি রে মাঝ দরিয়ায়
      নাও বাইয়া যাও
কিসের লাগি   পরাণ    চাহে
      নিশুতি রাতে ডাক পাঠাও
যদি যাবার বেলায় হাত বাড়িয়ে
      বন্ধু আসি কহে.......।।

            বৃষ্টি মন্ডল
               (বনি)