(তথাকথিত আজ আন্তর্জাতিক মাতৃ দিবস হলেও আমার কাছে মাতৃ দিবস প্রতিদিনই।।)
"মা" ডাকাটা শুধু কোনো শব্দ নয়, নয় কোনো একটা উচ্চারণ.....
"মা" হল এমন একটা শব্দ,যাকে শুরুতেই করি অনুসরণ ।
"মা" শব্দটাকে কোনো ভাবেই যায় না করা বিন্যাস,
"মা" হল এক জীবনে শেষ না হওয়ার উপন্যাস ।।
প্রিয় কবিদের জানাই মাতৃ দিবসের শুভেচ্ছা ও ভালবাসা অফুরান ।