দোর খোল
আঁখি খোল,
খোল মনের দোর
আর খোল যত
ভালবাসার ঘোর।
নৌকাতে মা দিচ্ছে পারি
আগমনীর কর তৈয়ারি।
এসো মা দূর্গে দুর্গতি নাশিনী
দূর কর এ আঁধার ওগো তমশিনী।
সুখের প্রদীপ জ্বালাও মা তুমি ঘরে ঘরে
এসো মা লক্ষ্মী মোদের ঘর আলো করে।
বরন করি তোমায় শঙ্খ ধ্বনি আর ঢাকের তালে
কাশের বনে শিউলি ফুলের মেলায় মন দোলে।
ঢ্যাং কুর কুর বাদ্দি বাজে বাজে কাসর বুঝি এই.....
মা আসছে ঘরে বলে খুশির জলসা সাজাই।  


                      বৃষ্টি মন্ডল
                             (বনি)