জোড়াসাঁকোর সাগর কূলে দূরে তোমার শব্দ লহোরি তুলে
বরেণ্য বেলাভূমি
তাপিত মোর হৃদয়ে কম্পিত মলয়ে
লহো গো প্রণাম তুমি।
তুমি ছিলে বলে আমারও কলম চলে
শব্দের জাদুকরী
তুমি ছিলে বলে কত গায়কের গলে
দিয়েছ ছন্দের লহোরি।
অপরাজিতা তোমারে দিলাম লিখে বিষন্ন এক চিরকুট সুখে
সময় করে নিও পড়ে,
সীমার মাঝে অসীম তুমি কলমে তোমার বাজে ধূমি
বাসন্তীকার শ্রাবণী ঝরে।
চেতনার ঘরে অক্ষরেরা ঢেউ তুলে যায় আছো তুমি মোর অন্তরে তায়
'চায় না হতে ভাবনাগুলো একান্নবর্তী,
নোবেল চুরি, লিখনি চুরি' আরও কত কি আছে ভুরি ভুরি
হাল ছাড়েনি কবিরা ভাবের প্রবৃত্তি।
বেলা শেষে বিষন্ন বিষাদে একা তিমির রজনীতে যাত্রা পথে
তোমারে জানাই শ্রদ্ধাঞ্জলি
তব সম্মুখে ঢালি দীপ্র প্রদীপ জ্বালি
লহো গো প্রেমাঞ্জলি।