কুঁড়ি যদি ঝরে যায়
ফুল ফোটার আগে -
তাকে কি কোনদিন,
কেউ মনে রাখে?
সূর্যের আলোয়
দেখল না সে
দুটি আঁখি মেলে।
সবাই মাথা দোলায় কেমন,
বাতাসের তালে তালে।
পৃথিবীর বুকে জন্ম নিয়ে
দেখলাম না তার রূপ।
অসময়ে হারিয়ে গেল
জীবনের যত সুখ।
শুনিলো না সে কোনো দিন
ভ্ৰমরের গুঞ্জন।
পেলনা তো কোনদিন
প্রজাতির সোহাগ।
পাপড়ি মেলার
আগেই তাকে
করল
সবাই
ত্যাগ।
বৃষ্টি মন্ডল (বনি)