কবিতা লেখা আমি অনেক দিন থেকেই
দিয়েছি যে বাদ
আজ আবার আমি ফিরে পেলাম
কবিতার স্বাদ।
কবিতা - তবু আমি তোমায়
পেরেছি কি ভুলতে ?
ভুলি নাই ভাই ,আমি ভুলি নাই তোমারে
তাই তো বসেছি আবার কবিতা লিখতে।
কবিতা লেখা আমি জানি না, তবু লিখি -
তোমায় ভালবাসি বলে
নাই ছন্দ, নাই তার গন্ধ, নাই কো তার মানে
মন শুধু হ-য-ব-র-ল ভেবে চলে ।
আমার কবিতা দেখে লাগবে না ভাল
এ কথা তো জানি
তবু সারারাত ভেবে চলি কবিতাকে ঘিরে
এ কথাটি তো আমি মানি ।
তাই তো মনের জোড়ে আবার আমায়
কবিতা লিখতে হয় ,
কবিতা লেখা যে বড় কঠিন
তাই তো প্রানে লাগে ভয়।।
বৃষ্টি মণ্ডল