আমার রূপ নেই যৌবন আছে
টাকা আছে ভালোবাসার মন ও আছে।
ভালবাসার মনের মানুষ কোথা পাই রে
যারে আমি বাসলাম ভালো দিল সে ফাঁকি মোরে,

আমি আবার আসিব ফিরে
ভাল বেসে যাব আবার নতুন করে
তুমি কি ডাকবে মোরে
ভালোবাসার সেই নামটি ধরে?

চাঁদপনা মুখটি তোমার ভুলি বল তা কেমন করে?
একবার কাছে ডেকে নাও না আদর করে
কত ভালবাসে এই মন তোমারে
যদি পার এস ফিরে..........
আর একটিবার........
কি নাম দেব বল এই ভালবাসার।।


               বৃষ্টি মন্ডল
                   (বনি)