প্রিয়তমসু,
জানতাম- সব জানতাম আমি- সুখ- দুঃখ মান - অভিমান সব কিছুই পৃথিবীৱ নিয়মেই আবর্তিত হয় যে কাঁটা ছাড়া গোলাপের অস্তিত্ব সম্ভব না,
শুধু জানতে পারিনি কখনো কোনদিন
এতটুকু ভালবেসে ছিলে কি না !
স্বার্থের ঝুলিকে আগলে রাখার জন্য
মুখে হাসি নিয়ে কত কথা বলেছ তুমি অনেক দিন।
বুঝে ও না বোঝার ভান করে থেকেছি।
ভেবেছি- হয় তো পাখি ধরা দস্যুর সন্ন্যাসী -
হওয়ার মত ঐ হাসি ও স্বর্গীয় হয়ে উঠবে একদিন।
আমি বুঝতে পারি নি তখন।
আমি পারি নি বুঝতে আজও-
এতটুকু হাসি ও পবিত্র হতে পেরেছে কিনা?
আজ স্বার্থ ফুরিয়েছে -
দূৱে যাবাৱ সময় মৃদু হেসে শুধু বলেছিলে-
ভুলব না কভু তোমায়- ভাল থেকো!
আজ শুধু বুঝি, সে ছিল শুধুই কথাৱ কথা।
ভুল করে ও না ভুলে থাকার চেষ্টা - তুমি
করবে না কোন দিন।।
বৃষ্টি মণ্ডল
(বনি)