চাঁদের ছেলে চাঁদ মামাকে ফেলে এলে ধরাতলে ।
চাঁদ মামাকে টাটা দিয়ে এলে মাসির কোলে।
চাঁদের কাছে পেলে না আদর,পেলে না আর ভালোবাসা
তাই তো তোমার সকল ছেড়ে আমাদের কাছে আসা।
তাই তো আজ খুশিতে সবার মন দোলে।
চাঁদ মামাকে টাটা দিয়ে এলে মাসির কোলে ।

তুমি আমার খোকন সোনা তুমিই আমার ভাই
তোমায় ঘিরে নাচি আমি তা তা থৈ থৈ।
হামাগুড়ি দিয়ে তুমি চল মা মা বলে
চাঁদ মামাকে টাটা দিয়ে এলে মাসির কোলে ।

হাটি হাটি পা পা করে আসো তুমি আমাদের কাছে
তোমায় ঘিরে হাজার স্বপ্ন রয়েছে সবার মাঝে।
তুমিই আমার চোখের মণি তুমিই আমার সুখ
তোমায় ছাড়া দেখি আমি সকল দুখ।

তুমি আমার দাদুভাই তুমি আমার স্বর্গ
তোমায় নিয়ে আমার কত গর্ব।
তুমি আছো তাই আমারা সব দুঃখ গেছি ভুলে,
চাঁদ মামাকে টাটা দিয়ে এলে মাসির কোলে ।
চাঁদের ছেলে চাঁদ মামাকে ছেড়ে এলে ধরাতলে।।

                               বৃষ্টি মন্ডল
                                     (বনি)