আমি একজন অতি সাধাৱণ মেয়ে। যদিও কবিতা লেখা,আবৃত্তি ,নাটক এসব খুব ছোট বয়সেই পেয়েছি। কিন্তু তখন তাকে ভাল কৱে বুঝতে পাৱিনি । অবশ্য পরে বাবার হাত ধরেই আমার লেখা শুরু হয় । বাবা   লিখতেন দিনলিপি,  সে সব আমাদের আড়ালে রাখতেন।  কিন্তু আমি খুব দুষ্টু ছিলাম। তাই চুরি করে বাবার লেখা দেখতাম,  যদিও বা তেমন পড়তেই পাড়তাম না ঠিক মত তবু ও দেখা চাই।  


           ......এইভাবে ধীৱে ধীৱে আমাৱ বড় হওয়া, কবিতা লেখা শুৱু হয়।  ভাবতাম ....কেন গান, কবিতা  লেখে-  আসলে এটি এমন একটি জায়গা যেখানে দ্বিধাহীন ভাবে মনেৱ মনিকোঠায় জমে থাকা অনেক কথা এই কাগজ-কালি দিয়ে বলা যায়।  এই কাগজ- কালিই একমাত্র প্রিয় বন্ধু, যাকে অাকড়ে ধৱে সবকিছু বলতে পাৱি না বলা কথা।

                আমি জানি  আমার মধ্যে কাব্য - সাহিত্য এসবের জায়গা তেমন নেই,
কিন্ত কি করি তবুও লিখি - কারন ভালবাসি যে কবিতাকে। কবিতায় আমার  প্রাণ ভোমরা।


             সর্বোপরি,  অসংখ্য ধন্যবাদ জানাই এই আসরকে। কারন আমার মত ক্ষুদ্র কবিকে ও ঠাঁই দিয়েছে। এ যে কবিদেৱ মিলন ক্ষেত্র।।