কে গা তুমি...? নাম কি তোমার?
কোথায় তোমার বাড়ি? কোথায় খামার?
যেদিকে যাই পাই দেখা তোমায় অলি-গলি,
তুমি কি পাগল - নাকি পাগলি?
পর কি ...? শার্ট না শাড়ি?
মুখে কি মেকআপ......? নাকি দাড়ি ?
হাতে কি ব্যাসলেট....? না ঘড়ি....?
তুমি কি নর.....? না নারী ?
তুমি কি জীন......? নাকি গো পরী?
তুমি কি মেঘ..? না বৃষ্টি......?
তুমি কি আদি-অনন্ত....? নাকি সৃষ্টি....?
আ-আমি--আমি প্রেম------
প্রেম বলে ডাকে আমায়,
প্রেম বলে ডাকে.........।
আমি দুঃখ, আমি কষ্টের ফ্রেম
আমি সুখ লিখি ডায়েরির পাতায়
প'রে বিপাকে......।
আমি লেখক---বলতে গেলে জীবন লিখি,
আবার গায়কও বটে, গান আমার জীবনমুখী।