জানতে চাও
আমি কে?
তবে জিজ্ঞেস কর
ঘরে থাকা অ্যাকুইরিয়ামের মাছ গুলিকে ।
জানতে চাও
আমার নাম কী?
তবে জিজ্ঞেস কর
আকাশের ঐ সন্ধ্যা তারাকে।
জানতে চাও
আমার চোখে জল কেন?
তবে জিজ্ঞেস কর না -
জলে ভেজা ওই পদ্ম ফুলকে ।
তুমি জানতে চাও
আমার মনে এত আশা কেন?
তবে জিজ্ঞেস কর
বনে ফোটা ঐ ফুল গুলিকে ।
তুমি কী জানতে চাও
মিষ্টি কথার মধ্যে এত বিষ কেন?
তবে জিজ্ঞেস কর
ঐ বন-মৌমাছিদের।
তুমি জানতে চাও কী
আমি এত বাঁদর কেন তাই না?
তবে জিজ্ঞেস কর না -
বাড়ির ওই খোকন সোনা কে।
আচ্ছা তুমি জানতে চাও কী
আমি সবার চোখের বালি কেন?
তবে জিজ্ঞেস
কর না
বহুরূপি ঐ নাগকন্যাকে ।
জানতে চাও কী
আমি কালিমা লিপ্ত কেন?
তবে জিজ্ঞেস কর
আকাশের ঐ চাঁদ মামাকে।
আচ্ছা তুমি জানতে চাও কী
আমায় রসাতলে নামানো হচ্ছে কেন?
তবে জিজ্ঞেস কর না
পথের আড়ালে থাকা ওই মধূচন্দ্রীমাদের।
বৃষ্টি মন্ডল
( বনি)