তুই যখন ঠোঁটের কোণের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক
আমি তখন পা ফেলেছি ইচ্ছেগুলো ভৌতিক।
তোর কথাগুলো চাবুক চাবুক গুরুগম্ভীর হাবভাব,
রাগটা তোর বড্ড বেশি অভিমানটা স্বভাব।
তবুও পারিনি রাখতে ধরে মুক্ত রাখা আমার কাজ-
পারিস যদি আসিস ফিরে সাজিয়ে নিয়ে নতুন সাজ।
ভালোবাসার গভীর অনুভূতি তোকে করছে স্মরণ....
যেখানে নিজের জীবনে শ্যাওলা আর পলির আস্তরণ।
আজ আবেগ কিনে শব্দ খুঁজি প্রেমিকা হতে পারিনি তাই -
পারিজাত হয়ে পারিনি ফুটতে পিরামিডের ঐ চিতায়।
মমির রাজ্যে তুই এখন জীবন্ত জীবাশ্ম স্বপ্নেরা প্রান্তিক
তোর নিকোটিন ঠোঁটে সিগারেটে সুখটান মেরে রহস্য ভেদের প্রারম্ভিক।
সারাঘর তোর গন্ধে আর পাঞ্জাবিতে সিঁদুরের লাল দাগ
একখানা লম্বা-চওড়া ফুসমন্তর দিয়ে করলে সজাগ।
রসায়ণটা ছিল তোর অন্যরকম বালিশের কার্নিশ
জীবন্ত লাশের অশরীরীর আত্মা করছে বার্নিস।