বছরের প্রথম দিনে যদিও হয়নি দেখা যা ছিল বাকি
দ্বিতীয় দিনে প্রিয়ার জন্যে দিলে অফিস ফাঁকি ।
বাঁধের কাছে বসে দেখ কত খেয়া পারাপার
কত লোকের স্নান ছোটদের ঘুড়ি ওড়ার বাহার ।
ধর- এ পাড়েতে প্রিয়া আর ও পাড়েতে তুমি
দূর থেকে হবে চোখাচুখি প্রেম বিলাতে বেনামি ।
যাও ঘুরে আসো ও পাড়েতে প্রেম হবে জীবন তরী!
চশমার কাচ ভেঙে কত ছবি পেল ফ্রেম, দিতে পাড়ের কড়ি।
মধুকর ডিঙা ভাসায় সুদূর সমুদ্র সনে
বেলা শেষেও হয়নি শেষ মধুর আলাপনে।
ময়ূর পক্ষী নাম দিই তার -
জীবন তরী মেলাবে কবে আবার
এক অলীক গল্পে নোয়াবে চুড়ি
আলতা ৱাঙাবে সিঁথি ৱাবনে বানায়া ইয়ে জোৱি।।