এসেছি আঁধার থেকে কঠিন আলোতে
নিষ্ঠুর বাস্তব পথে হেঁটেই চলেছি।
অজস্র ফুলের মালা পরেছি গলে
ঝকঝকে দিন ছিল জীবন প্রভাতে।
আজ বার্ধক্য আঁধার ঘনিয়েছে দেহে।
জীবন যৌবন ক্ষীণ, নেই মনে জোর
তাই শুয়ে বিছানায় আতঙ্ক দু চোখে।
যেতে হবে ঘোর বনে, ভাবি তাই মনে মনে।
বৃষ্টি মন্ডল
(বনি)