বধূ তমাল শাখে বাজে কৃষ্ণ বাঁশি
তন্দ্রা লোকে দেব পারি - এমন সময়
সেই মেঠো সুরের রেওয়াজ এল ভেসে
বধূ! ঘরে আর থাকতে নারি গো....
বধূ সনে তাই বধূ যামিনী।
শাওন দিনের এই চাঁদনী রাতে
মিলিব দুজনে।
এই মধুর রাতে কদম তলে
বধূ ঝুলব ঝুলনে, মিলব যুগল মিলনে।
ঘুমের ছলে চোখের জলে সঙ্গ করি
রাই কিশোরীর উরুই উরু মন।
যখন তখন বাঁশি বাজে সকাল সাঝে
নদীর কিনারাতে।
আসিল সবে বন ফুলে ঝুলন সাজাতে।
শ্যামের বাঁশির অনুরাগে
কেড়েছে আমার মন
ঘুচবে সব আজ কদম পদ্ম শালুক
পাখির কূজনে।
শ্যাম সনে তাই আজ মিলব যুগল মিলনে।
সখী সবে বাঁধবে ঝুলন ঝুলবে ঝুলন
কদম তলে।।
বৃষ্টি মন্ডল
(বনি)