{{ আসরের সকল প্রিয় সদস্যদের জানাই জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ।}}          



                    বল শ্যাম শ্যাম শ্যাম.......
                 শ্যামের ও বাঁশি বাজে
              আজ এই শাওন দিনে
          কোন্ সে ব্রজো কুড়ে....।  
     রাধা শ্যাম অনুরাগে
   চন্দ্রাবলীর কুঞ্জ দ্বারে
   দ্যুতি বৃন্দা গেছে আনতে
         প্রাণ পিয়ারে আপনি বাঁচে
             কালার ও বাঁশি বাজে
                 কোন্ সে ব্রজো কুড়ে.....  
             ব্রজো গোপী খেলে সবি                    
                বরষার ঘনঘটায় তালের বড়ায়  
               শুভ দিনের এই জন্মাষ্টমীতে
       শ্যামের ও বাঁশির অনুরাগে                                                  
      শ্যাম সনে ভরবে সবার মন
   বল শ্যাম শ্যাম শ্যাম
বল রাধা রাধা নাম।


                     বৃষ্টি মন্ডল
                         {বনি}