সুদের মায়া আসলকে ছাপিয়ে, চোখেতে হারানো সোহাগ - রেনু পরাগে,
তোমার রাজ্যের আমিই রাজা! আমার রাজত্ব কাড়বে কে?
আমার প্রেমের তুমিই প্রথম কয়েদি
আমার হাজতে দুহাতে করেছি বন্দি।
যেথায় খেলা গপিস করেছ বিলিয়েছ সেইখানে মন
ঘুঘু দেখে গেছ এ যাবত কাল, ট্রাপ তো দেখোনি জানেমন।
ইচ্ছেমত যতই ওড়াও ঘুড়ি- লাটাই তো আমার হাতে,
আসতেই হবে পথে চলতে হবে হাতে হাতটি রেখে সাথে সাথে।।