ইচ্ছেরা হাসে ইচ্ছেরা ভাসে...
ডানা মেলে উড়ে যায় অলীক আকাশে।
এ যেন ইচ্ছেপরী নদী বইছে অতি
পারিজাত কুসুম দোলায় মতি ।
কত রাত আসে গভীর বাতায়নে
কি যেন বলে যায় কানে কানে।
কত যে হাসি-ব্যথার মাঝে আছে লুকিয়ে ইচ্ছেপরী তাই অচীন দেশে যায় হারিয়ে ।
একটি মনের ইচ্ছে অনেক যত স্বপ্ন আবেশ
মেঘ-আলো-ছায়া ঝাপসা-কুয়াশা মনে প্রশ্ন অশেষ ।
বেখেয়ালি মনে ভাবনা যত আঁকে
রামধনু রঙ মাখে চোরা গলির বাকে
আজকে হাওয়ায় ইচ্ছেপরী মেলেছ ডানা
কাল কী হবে তা নাইকো জানা.......
ছন্নছাড়া ইচ্ছেপরীর নেই কো তুলনা
মন পাখি খুঁজে ফেরে ভালোবাসার ঠিকানা।
ইচ্ছেরা হাসে ইচ্ছেরা কাঁদে ইচ্ছেরা ভাসে
ইচ্ছেপরী বেপরোয়া হয়ে ধেয়ে আসে ......
(((( ##** প্রিয় কবি সুদীপ কুঃ ঘোষ, ওনার লেখা কবিতায় কমেন্ট করতে গিয়ে কিছু কথা ভেসে উঠে মনে । তাই আজ ওনাকে উৎসর্গ করে আমার এই কবিতা। **##)))))