ওই! শোন, বলছি- আজ ঘুমে একটুকরো মেঘ হবি?
মঙ্গলে যাব। - মাতাল হাওয়ায় এক ছুট্টে ভাসিয়ে দেব!
রঙে রঙে মাতিয়ে দেব উন্মাদের মত।
তুই যাবি.... ?
তুই হবি ঘাস ফড়িং আর আমি জল ফড়িং।
ঘাস ফুলে দোল খাব।
ওই - তুই আমার স্বপ্ন রাঙাবি?
- তুই যাবি....?
না হয় নাই বা হলি মেঘবালিকা -
নাই বা হলি ইচ্ছেমতি;
তুই না হয়....
কেবল আমার মত ইচ্ছে ডানায় ভর করিস না।।