নীল আকাশের নীচে আমি
রাস্তায় বসেছি একা ।
এই সবুজের শ্যামল মায়ায়
অন্ধকার পরেছে ঢাকা ।।
স্বপ্নেরা আজ যাবে উড়ে
কল্পনা হবে তরী ।
মন রাঙাবে ইচ্ছাপরী
বাস্তব সত্যি দেবে পাড়ি ।।
ঘুরছে চোখের সামনে কত
চোখ পড়েনি কার ও ।
দূরে সে ঝাপসা ভীষণ
সামনে এলে আর ও ।।
আমার চোখে ঘুম আসে না
তোমায় দেখার পর ।
অনেক কিছু হারিয়ে পেয়েছি
যা মেগেছি বর ।।