বুক জুড়ে শুধু
তোমার হাতছানি
অস্ত পরাগের রাগে অনুরাগে
জানিনা পেরেছি ছুঁতে কতখানি।

পথের হদিস পথই জানে
পথ ভোলা এক নাবিক
শান্ত  তোমার শীতল ঢেউ
কবির খাতায় তুমি যে কাব্যিক।