ইচ্ছে ছিল পর্যটনে যাব।
দেশ - দেশান্তরে ঘুরব।
আচম্বিতে হারিয়ে গেলাম সমুদ্রের অতলান্তে
মুক্ত খোঁজার মত হলেম যে ধীবর।
কুজ্ঝটিকার মায়াজালে
পথ হারিয়ে বিজন বনে
পর্ণকুটিরের ভৈরবী তানে
ক্ষুধার তারসে লালায়িত প্রাণোচ্ছ্বাস,
জীবনটা বড়ই রহস্যময়,জলতরঙ্গের ন্যায় -
সাগরের কল্লোল ধ্বনিতে
চোখের নোনাজলের স্ফুলিঙ্গ
ক্ষয় রোগের তারসে আমার আমিতে -
আমার অন্তরালে.........
শয্যায় আছি নিবেসিত হয়ে
কখন ও ভাবিনি স্বপ্নটা এ ভাবে
হারিয়ে যাবে শয্যাশায়ী মননে।।
বৃষ্টি মন্ডল
(বনি)