নৈশ অন্ধকারে চতুর্দিকে সমাচ্ছন্ন,
দেখতে দেখতে রাত্রি দ্বিপ্রহর অবসান প্রায়।আকাশ চক্ষুর ন্যায় নক্ষত্রপুঞ্জের মত পরিপূর্ণ।
ক্রমশঃ জ্যোতিতে সকলদিক হচ্ছে প্রসারিত।
রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে-
ট্রেন এগিয়ে চলেছে ঝিক ঝিক ঝিক ঝিক...
আজ আছি কাল নেই, জীবনের ভরসা নাই-
না জানি কোন মারন রোগে ভুগছে এ জীবন।
জীবনের প্রদীপ নিভে যাবে কবে -
না জানি ....কোন স্তবকে....
লেখা হবে কি না কাহিনী আমার--
ক্ষয় রোগের তারসে এগিয়ে যাচ্ছে পথ,
ঝিক ঝিক ঝিক ঝিক করে....
কবে পৌঁছে যাবে জীবনের ট্রেন গন্তব্য স্থলে।