যারা এসেছিল একদিন
পড়ন্ত বিকেলের অকাল বোধনে,
জয়সিংহ, পশুপতিরা কিছু বলতে চেয়েও
বিস্ময় সূচক প্রশ্ন রেখে গেছে গোপনে।

এ যুগের নিরুপমারা জানেনা
তিতাস নদীর কথা
কি ছিল তার
সরল মনের ব্যথা।
ভুল তো কিছু ছিল বটেই
সন্ধান পায়নি কেউ কোনমতেই।

তাইতো মুখ বুজে চুপি চুপি
ফিরে যেতে হয়েছিল শূন্য হাতে
ফেলে রেখে গিয়েছিল শুধু
একটা গোলাপী চিঠি কিন্তু কি ছিল তাতে?
এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি
রয়ে গেছে এখনো অজানা
কি জানি আবার কবে বিশুপাগল, চন্দ্রা, নন্দিন
খুঁজে নেবে তাদের মস্ত বড় ঠিকানা।