সুরের প্রাণ
গীতবিতান

সুরের তাঁরে বন্দি ছয় দাঁড়
গিটারের তাঁরে বাঁধা প্রেমের সুরকার ।


বেলা শেষে কুলুঙ্গিতে গীতবিতান
           তানপুরাটায় ধুলো-
আমার জন্য বরাদ্দ সেই
           আসমানী চোখ ছুঁলো ।।