গাঁয়ের ছেলে বলে রে তুই
করলি অবহেলা,
যাদের জন্যে প্রাণ বাঁচে তোর
করিস তাদের হেলাফেলা।
বড় বড় অট্টালিকার প্রাসাদে তুই
আছিস বড় সুখে,
যাদের রক্ত জলে গড়া এই প্রাসাদ
ছুড়লি লাথি তাদেরই মুখে।
গরীব বলে ভালবেসে তাদের সাথেই করলি তুই ছল,
গাঁয়ের ছেলে গরীব বলে আমারা কী
মানুষ নই বল।
গরীবের মন সদায় সাদা নয় তো
তোদের মত গিরগিটির ঢঙে ভরা,
বুঝলি নারে তোরা আজকে যারে
বুঝবি কাল কারা আমরা।
সময় থাকতে চিনে নে তুই
হাত বাড়িয়ে পাবি যারে,
সঙ্গে যখন থাকবে না
কেউ......
ডাকিস তখন মোরে।
বৃষ্টি মন্ডল
(বনি)