পায়ে পায়ে চলি আমি বল
       আমাৱ নামটি তাই ফুটবল ।
  তোমাদেৱ আদেশে আমি চলি -
  কিছু বলাৱ মত নাইকো আমাৱ বুলি ।
  তাই তো আমি শুধু এপায়ে ওপায়ে চলি।

  আমাকে নিয়ে যত প্যাঁচেৱ পৱ প্যাঁচ ,
     তা নিয়ে হয়ে গেল একটা ম্যাচ ।
  আমাকে নিয়েই যত গন্ডগোল
  গেল, গেল এই হয়ে গেল গোল ।
   জালের মধ্যে ঘর যে আমার
  তাই লক্ষ্য শুধু সেই দিকেই আমাৱ ।

             কিন্তু কি করি
      পারি না তো যেতে জালে ,
     ভাগ্যচক্রে দু-একবার যাই চলে -
    তবে কেউ যে দেয় হাততালি
আর কেউ বা দেয়  লাথি কিংবা গালি।
  
অনেক দেশ ঘুরেছি আমি তোমাদের কৃপায়
লাথি খেয়ে খেয়ে প্রান আামার যায় -যায়
কেউ লাথি মেরে, কেউ বা হাতে ধরে
আমায় নিয়ে সবে কত ঠেলাঠেলি করে।
কেউ যদি আমায় আকাশে উড়িয়ে দেয়
সকলে আহ্বান করে যে  নেমে আয় -
     তাদের আহ্বানে থাকতে না পেরে
         ছুটে আসি সকল ছেড়ে ।
         সারা মাঠ ছুটে বেরিয়ে
      হঠাৎ যখন যাই জালের ভিতরে
        সকলে বলে ওঠে তখন -
  হিপ্ হিপ্ হুরুর রে , হয়ে গেল গোল
এই খেলায় জিতে গেল  আমাদের টোল।।


                                 ৰৃষ্টি মন্ডল
                                     ( ৰনি)