আমি এক ফেরিওয়ালা ভাই
স্বপ্ন ফেরি করে বেড়াই।
তোমারা স্বপ্ন নেবে ভাই....... স্বপ্ন..... ? হরেক রকমের স্বপ্ন !
ছোট-বড় ভাল -মন্দ
সব রকমের স্বপ্ন আছে।
স্বপ্ন নেবে....... ? স্বপ্ন.......?
স্বপ্ন যে মানুষ বাঁচার পথ দেখায়,
তাই তো আজ এসেছি স্বপ্ন বেচতে
তোমাদের কাছে।
স্বপ্ন নেবে গো.....? স্বপ্ন.....?
স্বপ্ন চাই......? স্বপ্ন......?
সুখ-দুঃখের স্বপ্ন আছে
আশা কিংবা নিরাশার।
স্বপ্ন নেবে ভাই........? স্বপ্ন......?
এক আনায় গোন্ডা গোন্ডা স্বপ্ন পাবে।
স্বপ্ন চাই..........স্বপ্ন..........
স্বপ্ন যদি নিতে চাও এস তবে মোর কাছে।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়।
স্বপ্ন ছাড়া জীবন যেন বৃথা বাঁচে।
তাই তো বলি - স্বপ্ন নাও
স্বপ্ন চাই......... স্বপ্ন......?
তোমরা স্বপ্ন নেবে গো?
স্বপ্নে মোরা হাজার সুখের স্বাদ পাই।
তাই যাবে মোর সাথে....?
স্বপ্ন দেশের রাজ্যে।
যেখানে সীমাহীন আছে ভাবনা যত।
স্বপ্ন নেবে ভাই....... স্বপ্ন.....?
স্বপ্ন চাই - - - স্বপ্ন.......?
আমি এক ফেরিওয়ালা ভাই
স্বপ্ন বেচে দিন কাটাই।
এদেশ ওদেশ ঘুরে বেড়াই
স্বপ্ন দেখার স্বপন নিয়ে।
একটা স্বপ্ন বিক্রি হলে
লক্ষ তারার ঝাড়বাতি পাই।
স্বপ্ন নেবে ভাই.......স্বপ্ন......?
হরেক রকম স্বপ্ন আছে
স্বপ্ন চাই...... স্বপ্ন....?
দিনের স্বপ্ন রাতের স্বপ্ন ভোর সকালের স্বপ্ন
স্বপ্ন দেখে যে জন মুক্ত থাকে তার মন।
স্বপ্ন নাও ভাই...... স্বপ্ন।
স্বপ্ন যদি না চাও তবে পৃথিবী হবে অন্ধ।
তাই স্বপ্ন দেখার আশা ছেড় না ভাই।
স্বপ্ন চাই.........? স্বপ্ন........?
তোমারা স্বপ্ন নেবে গো?
স্বপ্ন নেবে ভাই....? স্বপ্ন........?
হরেক রকম স্বপ্ন আছে
কান্না কিংবা হাসির।
আবার আনন্দ কিংবা কষ্টের।
স্বপ্ন চাই......... স্বপ্ন......?
স্বপ্ন দেখে সত্যি হলে জীবন হবে ধন্য
হরেক রকম স্বপ্ন আছে দাম খুবই নগন্য।
স্বপ্ন চাই...... স্বপ্ন.....?
স্বপ্ন নেবে ভাই..........?
স্বপ্ন দেখতে হলে মনে সাহস চাই
তবেই হবে স্বপ্ন সার্থক।
স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না।
স্বপ্ন মোদের দেয় ভরসা-
দেয় আলোর ঠিকানা।
স্বপ্ন দেখলে তবেই ছুটবে তার পেছনে।
তোমারা স্বপ্ন নেবে গো........? স্বপ্ন......?
স্বপ্ন চাই........? স্বপ্ন...........? স্বপ্ন চাই......? স্বপ্ন ...........?
হরেক রকম স্বপ্ন.........!
বৃষ্টি মন্ডল
(বনি)