মুখোশের আড়ালে মুখোশ লুকিয়ে থাকে আজকের ভালবাসা
কেউবা টাকার বিনিময়ে মত্ত নেশায় খেলছে এমন পাশা।
সত্য মিথ্যের ভালোবাসা আজ অনেকটা আনকোরা নোংরা
সত্য-প্রেমের মায়াজালে ডুবে গেছে যে চোখের জলে ভাসছে ওরা।
আর ফেসবুক প্রেম মানে ত .... মোটেও প্রেম নয়
....চলার পথের একটু সময় খানিকটা হালকা অভিনয়।
প্রথমে চ্যাটিং তারপর ডেটিং তারপর মিথ্যে প্রতিশ্রুতি
তোমার মত অনেক আছে যারা সত্যি বলে নিজেকে দিচ্ছে আহুতি।
চলার পথে যদিও থেমে যাবে আলোড়ন যেহেতু সে ফেসবুক চেনা
তুমি ভাবছ এ তো সত্যি ছিল ---আসলে সে করেছে ছলনা।
সেদিন হয়তো অনেক ভুলের একটা আপশোষ হবে
অনেক ভুলের অনেক আশার একটি শিক্ষা পাবে।।