কুমড়ো ফুলের মালা আর পুঁই ডাটার বাটি চচ্চড়ি শাকান্নে
গরম ভাতে ঘি এর গন্ধ মেখে আলুকাবলি পাঠালে পরমান্নে।
আবেশ মাখা নরম দু হাতে হলুদ মশলার দাগ লেগে আছে এখনও
সাগর দই আর রসমালাই এর মাখামাখি ভাবে
যেদিন প্রথম প্রেমের আলিঙ্গনে ভিজিয়ে দিয়েছিলে নিজেকে
ঠোঁটের নালিশ ঠোঁটেই এঁকে দিয়েছিলে পরম যত্নে, মাছের ঝোলে ৱ গন্ধ লেগে ছিল তখনও।
কাঁচা বাঁশের মাচায় বসে যখন রুমাল বুনছিলে মধুরিমা
তখন তোমার খোলা চুল দিগন্তে ডাক পাঠায়েছিল অস্থির অবগাহনে
তোমার মুখে ক্ষত বিক্ষত আহত এলাচ দানারা গন্ধে মাতাল করে তুলেছিল
কাজু চেরির মত নরম আদরে কিছু সংলাপ কিছু মর্ডান আর্ট
আর বিরিয়ানির মোঁ মো় গন্ধে মন আনচান
হয় তো এমন ভালবাসা আগে দেখ নি,
তুমি আমাকে প্রেম শেখানোর যে বই দিয়েছিলে;
সেদ্ধ হয় একাকী রাত ওই খাতে
মটন চাপের মধ্যযামে প্রাইড রাইস রোজ কি মুখে রোচে?
হৃদয় হয় যুগপুৎ উন্মন উৎসুখ রসায়ন, পাশ ফিরে লজ্জায় মুখ লুকায়
এই বুঝি সবে জেনে গেছে আমদের এলোমেলো প্রেম আমদানি ,
যার প্রেমে প্রতিটিক্ষণে হয়েছি মন্ত্র মুগ্ধ ও দগ্ধ
চোখের ভাষায় মনে হয় জন্মের পর জন্ম না না পুনর্বার জন্মাই
যেমন করে রোজ রান্না হয় সেই ডাল ভাত আর আলু পাপড়ের যুগলবন্দি রোশনায়।