আদুরে আলাপ সোনালী সোহাগ
একটুকু ছোঁয়ায় ফুল মেলিল পরাগ।
চুপি চুপি তাই কানে কানে
কী যে বলে গেল-
সহসা মনে দখিণা বাতাসে
দোলা যে লাগল।
কে জানে, কোন বনে----
এলো এই বসন্ত রাজ,
রঙে রঙে রাঙিয়ে দিল
মনকে যে আজ।
নতুন সাজে সাজিয়ে দিল
বসন্তের এই প্রভাতবেলা
চারিদিকে পড়েছে ছড়িয়ে
শুধু রঙেরই খেলা।
শাখায় শাখায় দোলায় দোলায়
লেগেছে হাওয়ার -পরশমণি
ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তাই
সুমধুর ও সুভাষিণী।।
বৃষ্টি মন্ডল
(বনি)