বদলে গেছে অনেক কিছু, ব্যস্ততার জালে বন্দি সময়।
অফিসেও ব্যস্ত ভীষণ কাজে একই রুটিনে।
মনে পড়ে, প্রথম যখন প্রেম জাগিয়েছিল আমার অন্তর আত্মাকে।
কাটিয়ে দিতে রাতের পর রাত বেখেয়ালি কথা বলে।
মান-অভিমানের পালা এলে সোহাগ ভরে ডাকতে আমায় জানু, কখনো সোনা আবার কখনো আদর ঢেলে বাবুও বলতে ।
এখন আর বল না - জানু না সোনা!
ভালোবেসে হনুমান বলে ডেকে বেশি পুলকিত হও তুমি।
আর আমিও প্রাণাধিক হনুমান 234 বলে সোহাগে দিই ভরে।
ভালবাসার ডাকগুলোও আজ বদলে গেছে।
বদলেছে প্রেমালাপও।
এখন আর নেই রাত জেগে কথা বলার অবকাশ। ফোনে যোগাযোগ ও কমেছে।
দায়িত্ব নিয়ে একটিবার খোঁজ নিতেই হয়, নয়তো শান্তি পাবে না মনে।
বদলে গেছে সব- ই! শুধু বদলাইনি তোমার ভালবাসা।
রাগে-অনুরাগে আবেগ খুনসুটিতে মেশানো আবার নতুন করে কাছে আসা।
এইটুকুই তো চাওয়া। এমনই থেকো সারাটা জীবন বুঝলে হনুমান 234. 🥰